শিক্ষাঙ্গন

এমবিবিএস ভর্তি পরীক্ষা: রাজশাহীর ৭ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৯০০০

মো. মাসুদ রানা

সারা দেশের মতো শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহীতেও মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাতটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ২৫ জন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা সব কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার জানান, রাজশাহীর সাত কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ১৩৮ জন। এরমধ্যে ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। বাকি ৯ হাজার ২৫ জন যথারীতি ভর্তি পরীক্ষা দেন। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে ১ হাজার ৪২১ জন, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে ৮৯১ জন, রাজশাহী সরকারি মহিলা কলেজে ১ হাজার ২৩৩ জন, রাজশাহী সরকারি সিটি কলেজে ৯৩১ জন, রাজশাহী কলেজে ১ হাজার ৯৬৭ জন, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ১ হাজার ৩১১ জন ও রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ২৭১ জন পরীক্ষায় অংশ নেন।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অঘটন ঘটেনি।

এদিকে পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে আগের দিনই অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে রাজশাহী আসেন। কেউ আবাসিক হোটেল, কেউ ছাত্রাবাস আবার কেউ কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে থাকেন। সকাল সাড়ে ৮টার দিক থেকেই অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যেতে শুরু করেন। আর মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে এ সময় কেন্দ্রগুলোর সামনে যানজট দেখা দেয়। তবে ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপরতায় দুর্ভোগের পরিমাণ ছিল কম।

এদিন পরীক্ষায় জালিয়াতি কিংবা অসৎপন্থা অবলম্বন ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও দেখা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, আজ সুষ্ঠুভাবেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জালিয়াতির খবর পাওয়া যায়নি।

অগ্নিবাণী/এফএ

Leave a Reply