৫০০ হতদরিদ্রের মুখে আহার যোগালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা

নিজস্ব প্রতিবেদক

আজ ৬ ফেব্রুয়ারি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ নেতা এএইচএম কামারুজ্জামানের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী। এদিনে ব্যতিক্রমী কাজ করে এলাকাবাসীর প্রসংশা কুড়িয়েছে রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তরুণ নেতা মহিদুল ইসলাম মোস্তফা। নগরীর ৫০০ অসহায় ও হতদরিদ্রের মুখে খাবার যুগিয়েছে তারা।

সোমবার দুপুরে নগরীর শাহমুখদুম থানারমোড় এলাকায় হতদরিদ্রদের মাঝে খাবার স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলাম মোস্তফার ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।

এর আগে সকাল সকাল ৯টায় নগরীর কাদিরগঞ্জে মরহুমার পারিবারিক সমাধীতে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। তার আগের দিন মরহুমার আত্মার শান্তি কামনায় মাদ্রাসার হাফেজদের দিয়ে পবিত্র কোরনার তেলায়াত করে খতম করানো হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা জামানের দৌহিত্র আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।

এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত, সহ-সভাপতি অভিজিৎ হালদার রিংকু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক শান্ত রায়, মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ শেখ সহ প্রমুখ নেতা-কর্মীগণ।

খাবার বিতরণের সময় কথা হয় কয়েকজন হতদরিদ্রের সাথে। এদের মধ্যে কয়েকজন প্রতিবেদককে জানান, দিন যত যাচ্ছে সবকিছুর দামই বাড়ছে। তিনবেলা খাবার যোগাড় করাই মুশকিল। এমন সময়ে একবেলা ভালো খাবার পেয়ে সত্যিই আমরা আনন্দিত। তাছাড়া, মোস্তফার কাছে যেকোনো সময় সাহায্য সহযোগিতার জন্য গেলে সেই ছেলে সাধ্যমতো চেষ্টা করে। আল্লাহ তার ভালো করুক, বড় হোক এটায় চাই।

জাহানারা জামানের দৌহিত্র অর্না জামান বলেন, আমার দাদি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার দাদার (শহীদ এএইচএম কামারুজ্জামানকে) পাশে থেকে সব সময় সাহস ও অনুপ্রেরণ যুগিয়েছিলেন। তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার স্মৃতির কপাটে আজও নাড়া দেয়। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। আমাদের দুইবোনকে প্রচন্ড ভালোবাসতেন। আজ তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তাঁকে এদিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।

খাবার বিতরণের আগে জাতীয় চার নেতার সহধর্মীণি জাহানারা জামানের উদ্দেশ্যে দোয়ার সময়কালের অর্না জামান ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের ছবি

তিনি আরও বলেন, এ দিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তরুণ নেতা মহিদুল মোস্তফার এমন আয়োজন দেখে আমি সত্যিই মুগ্ধ। তার এমন আয়োজনে অনেক অসহায় পরিবারের মুখে আজ একবেলা হলেও খাবার তুলে দিয়েছে সে। এটি সত্যিই প্রশংসার দাবিদার।

জানতে চাইলে মহিদুল মোস্তফা বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে দীক্ষিত। একই আদর্শ ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান। তারই যোগ্য উত্তরসূরী হলেন আমাদের নগর পিতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই এবং তার সুযোগ্য কন্যা ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। রাজশাহীতে তারাই আমার রাজনৈতিক অভিভাবক।

তিনি আরও বলেন, তাদের আদর্শ ও দিকনির্দেশনা মোতাবেক পরিচালিত হয়ে এলাকার মানুষের সাথে থাকতে চাই। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের একনিষ্ঠ কর্মী হয়ে সমাজের মানুষের উপকারে কাজ করতে চাই। আর এ কারণেই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের সহধর্মীণির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গরীব মানুষের পাশে থাকার একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আমার পক্ষ থেকে।

প্রসঙ্গত, দিবসটি স্মরণে সকালে উপশহরস্থ রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর নগর ভবন মসজিদ সহ রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।

অগ্নিবাণী/এফএ

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.