রাজশাহীতে আড়াই কোটি টাকার মাদকসহ মা-ছেলে গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আড়াই কোটি টাকারও বেশি মূল্যের হেরোইন ও দেশি মদসহ  মা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের বসত বাড়ির ড্রেসিং টেবিল থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন ও টেবিলের পেছন থেকে ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করে র‌্যাব ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মোছা. আরজান বেগম (৬৪) ও তার ছেলে মো. মাহাবুর (৩৯)।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে মা-ছেলে।

উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। তবে উদ্ধারকৃত মূল্য কত তা নির্ধারণ করতে পারেনি র্যাব। গ্রেফতার মা-ছেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা করে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

অগ্নিবাণী/এফএ

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.