পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় থাকা রাজশাহী-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আব্দুর রহিম (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি পিরোজপুর জেলার রহমান আলী ছেলে। শুক্রবার (২০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

শনিবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহীর পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ডেইলি বাংলাদেশকে।

তিনি বলেন, পদ্মা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ফরিদপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি পুঠিয়ার বিড়ালদহে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি মোফাকারুল জানান, ওই মহাসড়ক থেকে সকালে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় থানায় মামলাও দায়ের করা হবে বলে জানিয়েছেন পবা হাইওয়ে থানার এ পুলিশ কর্মকর্তা।

অগ্নিবাণী/এফএ

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Share on Whatsapp
Whatsapp
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.