দিনে অটোরিকশা চালক, রাতে ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে দিনে অটোরিকশা চালক হলেও রাতে ছিনতাই করতেন মো. সুরুজ শেখ নামের এক যুবক। ছিনতাইয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুর আড়াই টার দিকে সাগরপাড়া বটতলা মোড় থেকে তাকে গ্রেফতার করে নগর ডিবি পুলিশ।

এ সময় তার কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সবুজ রংয়ের অটোরিকশা, একটি বাটযুক্ত স্টিলের ধারালো চাকু, নগদ এক হাজার টাকা ও ছিনতাইকৃত একটি পেকো এক্স-৩ প্রো মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতার সুরুজ শেখ নগরীর মতিহার থানাধীন ফুলতলা এলাকার মো. লালু শেখের ছেলে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ভিটিদাউদপুর এলাকার মো. আরিফ মিয়া নামের এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ছিনতাইকারী আরিফকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী জানান, গত ১১ আগস্ট শিরইল বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে ১০টার দিকে নেমে বাজারে যাওয়ার উদ্দেশ্যে আরিফের অটোরিকশায় ওঠেন। কিন্তু হঠাৎ রাণী বাজার এলাকায় পোরশা হার্ডওয়ারের অদূরে অটোরিকশা থামিয়ে আকস্মিকভাবে এলোপাতাড়ি চরথাপ্পড় মেরে পেটে ধারালো চাকু ঠেকিয়ে ৩ হাজার টাকা ও পেকো এক্স-৩ প্রো ব্রান্ডের একটি মোবাইল ছিনিয়ে সটকে পড়েন।

এ ঘটনার পর ভুক্তভোগী একটি বোয়ালিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত ছিনতাইকারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী সুরুজ স্বীকার করে যে, সে দিনে অটোরিকশা চালালেও রাতে অটোরিকশা চালকের বেশে রাজশাহীতে আগত নিরীহ লোকজনকে অটোরিকশায় উঠিয়ে নির্জন স্থানে নিয়ে ধারালো চাকু দেখিয়ে অর্থ, মোবাইল ফোন কিংবা দামী বস্তু ছিনতাই করে নিতো। তবে এবারে আরিফ মিয়ার করা অভিযোগে তিনি ডিবি পুলিশের হাতে ধরা পড়েন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ডিবির উপ পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বলেন, ছিনতাইকারী সুরুজকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অগ্নিবাণী/এফএ

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.