বাঘায় রমজান মাসে মসজিদে চুরি
বাঘা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর বাঘায় রমজান মাসেও মসজিদে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বাজুবাঘা নতুনপাড়া জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, সোমবার (৪ এপ্রিল) রাতে রমজানের তারাবির নামাজ শেষে মসজিদ বন্ধ করে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা নিজ নিজ বাড়ি ফেরেন। এরপর রাতে কে বা কারা মসজিদে প্রবেশ করে একটি সিলিং ফ্যান, টিউবওয়েল ও পাশের পুকুর থেকে জলমোটর চুরি করে নিয়ে যায়।
সেহরির পর ফজরের নামাজ আদায় করতে গিয়ে মোয়াজ্জেম ও মুসল্লিরা এসে দেখেন মসজিদে চুরি হয়েছে।
এ প্রসঙ্গে মসজিদের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। পবিত্র রমজান মাসেও মসজিদে চুরির বিষয়ে আমরা উদ্বিগ্ন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অগ্নিবাণী/এফএ