দুই সিজদার মাঝখানে পড়ার বিশেষ দোয়া
ধর্ম ডেস্ক
দুই সিজদার মাঝখানে বিশেষ দোয়া রয়েছে। যা পড়লে যেমন সওয়াব রয়েছে তেমনি আল্লাহর রহমত, রবকত, হেদায়েত পাওয়া যায়।
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াজবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার সব ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে রিজিক দান করুন।
ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) দুই সিজদার মাঝখানে এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ২৮৪)