বদলগাছীতে চাচার কুলখানিতে ইমতিয়াজ আহমেদ
বদলগাছী প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর বদলগাছীতে চাচার কুলখানি করলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ পিপিএম।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার গ্রামের বাড়ি জেলার বদলগাছী উপজেলার বেগুনজোয়ারে মরহুম চাচা আব্দুল হামিদ এর কবর জিয়ারত করেন। দুইদিনের সরকারি সফরে এসে চাচার কুলখানিতে যোগ দেন তিনি।
এসময় ইমতিয়াজ আহমেদ এর সহধর্মিণী রিজওয়ানা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধূরী জোবায়ের আহমেদ, বালুুভরা ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দিন, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধূরীসহ প্রশাসনের অন্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বেগুনজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় চার হাজার লোকের মিলাদের আয়োজন করা হয়।
ইমতিয়াজ আহমেদ বলেন, বেগুনজোয়ার গ্রামে তিনি বেড়ে উঠেছেন। ছোট বেলার অনেক স্মৃতি জমা রয়েছে। গত ২৮ জানুয়ারি চাচা আব্দুল হামিদ মারা গেছেন। চাচার কুলখানিতে এসে শরীক হয়েছি। এলাকাবাসীর কাছে বৃদ্ধ বাবা ও নিজের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে এলাকাবাসীকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।
আজগি/ব/ন/এফএ