নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন
নওগঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরামচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালুকা প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথমতলা নির্মান কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, উপজেলা ভাইসচেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল লতিফ বকুল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ডি এম আওয়াল আতা ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হাছানুল আল মামুন।
সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক জানান, স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগের তত্বাবধানে এসব শিক্ষা প্রতিষ্ঠানের একতলা ভবন নির্মানে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ লক্ষ ৯৫ হাজার টাকা, শালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬২ লক্ষ এবং চকরামচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৪ লক্ষ টাকা।
এহ/ন/এফএ