বাগমারায় আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, বাগমারা
বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে,বিজয় দিবস আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের, ঐতিহ্যবাহী নরদাশ উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার (৩০শে) জানুয়ারী বিকাল সাড়ে তিনটায় বিজয় দিবস আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন, কিশোর একাডেমি ফুটবল দল রাজশাহী বনাম স্বাগতিক বাগমারা উপজেলা ফুটবল একাডেমি। ফুটবল খেলার আয়োজন করেন নরদাশ ফুটবল একাডেমি। টানটান উত্তেজনা, আক্রমন পালটা আক্রমনের মধ্যে দিয়ে খেলা চলতে থাকে, দর্শক নন্দনীয় এবং নিজেদের সেরা খেলা উপহার দেন দু- দল, তাদের ছন্দের তালে তালে পাসিংয়ের মধ্য দিয়ে নিজেদের সেরা খেলা উপহার দেন দু-দল। হাজার হাজার দর্শক হাত তালি দিয়ে নিজেদের পছন্দের দলকে উৎসাহ দেন। প্রথম অর্ধের খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয় আর্ধের বিশ মিনিটের মাথায় শান্তের গোলে এগিয়ে যায় কিশোর ফুটবল একাডেমি দল রাজশাহী।

নির্ধারিত সময়ের খেলা শেষে ১-০ গোলে স্বাগতিক বাগমারাকে হারিয়ে টানা তিনবারের মতো চাম্পিয়ন হয় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড় শান্ত।

খেলার পুরুষ্কার বিতরনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ আরকেএম মোসলেম উদ্দিন মিয়া সাবেক চেয়ারম্যান।

খেলার শুভ উদ্বোধন ও পুরুষ্কার বিতরনের জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থথিত ছিলেন বাগমারা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ইন্জিনিয়ার এনামুল হক এমপি।

দুদলের ছন্দময় খেলা দেখে মুগ্ধ হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলার মধ্যে থাকলে মন ও শরীর সুস্থ্য থাকে এবং মানুষের মনকে সতেজ রাখে ও বিভিন্ন ধরনের অপরাধ থেকে দুরে রাখে।

আরো উপস্থিত ছিলেন,অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সাধারন সম্পাদক বাগমারা উপজেলা আওয়ামীলীগ, অনিল কুমার সরকার উপজেলা চেয়ারম্যান বাগমারা উপজেলা, আব্দুল মালেক মেয়র ভবানীগঞ্জ পৌরসভা, আসাদুজ্জামান আসাদ উপজেলা ভাইস চেয়ারম্যান, বাগমারা উপজেলা, মমতাজ আক্তার বেবি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওসি মোস্তাক আহম্মদ বাগমারা থানা। সিরাজ উদ্দিন সুরুজ যুগ্নসাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, নরুল ইসলাম দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ , মরিয়ম নেসা, সভাপতি বাগমারা উপজেলা আওয়ামী মহিলালীগ, কোহিনুর খাতুন সাধারন সম্পাদক উপজেলা মহিলালীগ, আল মামুন সভাপতি উপজেলা যুবলীগ, প্রভাষক আব্দুল মান্নান সহসভাপতি নরদাশ ইউপি আওয়ামীলীগ, জাফর আলী সহসভাপতি নরদাশ ইউপি, সরদার কছিমুদ্দিন সাধারন সম্পাদক ১নং গোবিন্দপাড়া ইউপি আওয়ামীলীগ, মোস্তাফিজুর রহমান মকুল সাধারন সম্পাদক ২নং ইউপি আওয়ামীলীগ, বিশিষ্ট্য ব্যবসায়িক ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম জেএন ইন্টারন্যাশনাল কোম্পানি, ইয়ানুচ আলী, এমদাদুল, বাদশা, জিয়া,প্রভাষক রাজ্জাক, প্রভাষক জাহিদ ইসলাম, প্রভাষক শাখাওয়াত, প্রভাষক গোলাম রাব্বানি,আনিসুর রহমান প্রধান শিক্ষক সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা বিদ্যালয়।

নরদাশ ফুটবল একাডেমির সকল সদস্যবৃন্দ। খেলাটি পরিচালনা করেন প্রধান রেফরি আলী আকবর, সহকারী রেফরি,আব্দুল খালেক ও রহিদুল ইসলাম।

ধারাভাষ্যকারে ছিলেল,বাগমারা,নরদাশ গ্রামের উদিয়মান ধারাভাষ্যকার প্রভাষক আব্দুস সালাম, শাহরিয়ার হোসেন তন্ময়, খেলাটির শুভ উদ্বোধন হয় গত বছর ১৬ই ডিশেম্বর বিজয় দিবসের দিন।

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.