নওগাঁয় ফসলের মাঠে ভ্যান চালকের মরদেহ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের গঙ্গাকান্ধি এলাকায় ফসলের মাঠ সবুজ হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সবুজ জেলার আত্রাই উপজেলার মাগুরাপাড়া গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে।
নিহতের বাবা সাজ্জাত হোসেন বলেন, ছেলে প্রতিদিনের মতো সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যার দিকে ফিরে আসে। সোমবার সকালে ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। রাতে বাড়ি না ফিরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। আশে পাশে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে শুনতে পাই ছেলের লাশ মাঠে পড়ে আছে। তার ভ্যান গাড়িটিও পাওয়া যাচ্ছে না।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁকা মাঠে ফেলে গেছে।
এছাড়া তার মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক তথ্য জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।