ধামইরহাটে সীমান্তে কম্বল বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সীমান্তবর্তী বেলঘরিয়া,কয়রাপাড়া,টুটিকাটা,দূর্গাপুর ও উত্তর চকরহমত গ্রামের এতিম ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ,বিপিএম,জি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাহিদ আরেফিন সুমন পিএসসি,জি সহ বিজিবির কর্মকর্তাগণ প্রমুখ।
এব্যাপারে ১৪বিজিবির অধিনায় লেঃ কর্ণেল নাহিদ আরেফিন সুমন পিএসসি,জি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিজিবি। আগামীতে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।