কোভিড-১৯: রাজশাহী বিভাগে শনাক্ত ১৭, সুস্থ ৩৮
নিজস্ব প্রতিবেদক
উত্তরাঞ্চলে প্রচন্ড শীতেও স্বাভাবিক রয়েছে করোনা পরিস্থিতি। প্রথমার্ধে চিকিৎসা বিজ্ঞানীরা ধারণা করেছিলেন শীত আসলেই করোনার প্রকোপ বৃদ্ধি পাবে। কিন্তু নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর হার কম থাকায় ধারণাটি কিছুটা দূর্বল বলে প্রতীয়মান হচ্ছে। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১৭ জন ও সুস্থ হয়েছেন ৩৮ জন।
শনিবার (১৬ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ জানুয়ারি) নমুনা পরীক্ষায় ওই ১৭ জন রোগী শনাক্ত হন। এতে রাজশাহীর ৩ জন, নওগাঁয় ৪ জন এবং সিরাজগঞ্জে ১০ জন নতুন রোগী শনাক্ত হন। ওই একই দিনে বিভাগে ৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এর মধ্যে ৩৬ জনেরই বাড়ি বগুড়া। অন্য দু’জনের বাড়ি নওগাঁ জেলায়। শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৭৯ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৮৯ জন। এদের মধ্যে ২২ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯১০ জন করোনাক্রান্ত রোগী।