ধামইরহাটে বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভায় ৪নং ওয়ার্ড মালাহার গ্রামে অনুষ্ঠিত হয়। মালাহার যুব সমাজ (উত্তরপাড়া,কুন্দাপাড়া এবং বড়বাড়ী) এর সার্বিক সহযোগিতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ধামইরহাট পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ওই দিন অধিকাংশ প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত হন।
এ উপলক্ষে মালহার গ্রামের কৃতি সন্তান বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান নাগরিক মো.সাজ্জাদ হোসেন রাসের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ২ নং সংরক্ষিত (৪,৫ ও ৬) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিনা আক্তার,ছায়েমা খাতুন,শাহানাজ পারভীন, ৪নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী একরামুল হোসেন,নেছার উদ্দীন প্রিন্স,আব্দুর রউফ,আব্দুর রহমান মুকুল ও শামীম রেজা। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, মালাহার গ্রাম থেকে সংরক্ষিত কাউন্সিলর পদে তিন জন এবং সাধারণ কাউন্সিলর পদে পাঁচ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।