বাঘায় কৃৃষি কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু !
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় কৃষিক্ষেতে শ্রমিকের কাজে গিয়ে সন্ধ্যার পর লাশ হয়ে বাড়ি ফিরলেন এক শ্রমিক ।
মঙ্গলবার (২৯-ডিসেম্বর) কাজশেষে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম আব্দুর রাজ্জাক (৬৫)। সে উপজেলার আশরাফপুর গ্রামের মৃত: পচা মিঞার ছেলে।
নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, সকালে আমার ভাই চরাঞ্চলে লিটন দেওয়ানের কৃষিক্ষেতে দিনমুজুরির কাজে যায়। বিকেল সাড়ে ৪টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে পলাশিফতেপুর নামক এলাকায় সে অসুস্থ হয়ে পরে। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিবেদিতা চ্যাটার্জী পরীক্ষা নীরিক্ষার পর আমার ভাইকে মৃত ঘোষনা করেন।