রাজশাহী সিটি সেন্টারের দোকানঘর হস্তান্তরে এমপি এনামুল
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি মোড়ে অবস্থিত অভিজাত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেট সিটি সেন্টারের দ্বিতীয় তলার কসমেটিকস ফ্লোরের চারটি দোকান ক্রেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে ব্যবসায়ীদের কাছে দোকানগুলো হস্তান্তর করেন সিটি সেন্টারের সত্ত্বাধীকারী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, নির্মাণাধীন মার্কেট সিটি সেন্টারের প্রজেক্ট ম্যানেজার আফসারি, প্রজেক্টের চীফ ইঞ্জিনিয়ার সুলতানুল ইসলাম, এনা প্রপার্টিজের রাজশাহী শাখার রিজিওনাল ম্যানেজার সারোয়ার জাহান।
সিটি মার্কেটের দ্বিতীয় তলার কসমেটিকস্ ফ্লোরে রয়েছে সর্বমোট ১৮টি দোকানসহ দুটি ব্যাংকের বুথ। সেন্ট্রাল এসি সম্বলীত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেটটির উপরে নির্মাণ করা হবে ফোরস্টার প্লাস মানের অত্যাধুনিক হোটেল। এছাড়াও থাকবে অত্যাধুনিক জিম রুম, বলিং কোর্ট, তৈরি করা হবে অত্যাধুনিক সিনেপ্লেক্সসহ অন্যান্য সব অত্যাধুনিক সেবা। দেশের সুপ্রতিষ্ঠিত এনা গ্রুপ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ মালিকানায় নির্মাণ করা হচ্ছে সিটি সেন্টার।