নওগাঁর পত্নীতলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বালকদের (একক ও দ্বৈত) ব্যাডমিন্টন প্রতিযোগিতা গত ২৩ ডিসেম্বর নওগাঁর পত্নীতলা উপজেলায় নাগারগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ২৪ জন খেলোয়ার অংশগ্রহন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় বালক এককে সাকিল হোসেন সোহেলরানাকে এবং দ্বৈত প্রতিযোগিতায় ফারহান সাদিক জয় ও সুজন শীল জুটি আবু তালিব ও আব্দুল্লাহ আল মামুন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, পত্নীতলা, নওগাঁ আব্দুল গাফ্ফার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহাত আলী ও ৭নং পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান রায়হানুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগারগোলা প্রগতি সংঘের সভাপতি মাহাবুব আলম সরদার। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান।