রাজশাহীতে শুরু হচ্ছে ‘ক্লেমন টি-২০’ ক্রিকেট টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মুজিবশতবর্ষ উপলক্ষ্যে রাজশাহীতে ‘ক্লেমন টি-২০’ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টটি ক্লেমন ক্রিকেট একাডেমির আয়োজনে শুরু হচ্ছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় ক্লেমন ক্রিকেট একাডেমীর পরিচালক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, দেশ ট্রাভেলসের ম্যানেজিং ডাইরেক্টর বজলুর রহমান রতন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সাবেক ক্রিকেটার কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী শহীদ শামসুল আলম স্মৃতি একাদশ ও লানিং পয়েন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মেয়র। টুর্নামেন্টে ৮০টি দল অংশগ্রহণ করছে।