বদলগাছীতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনার
আবু জর গিফারী, বদলগাছী
“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বদলগাছী উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খাঁন। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, ফ্রিলান্সার তায়েব ইবনে মোহাম্মাদ ও বদলগাছী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবু তাহের সিপার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, পল্লি বিদ্যুৎ বদলগাছী জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, নির্বাচন কর্মকর্তা শফি উদ্দিন শেখ, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাবর আলী প্রমূখ।
এরপর ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।