রাজশাহীতে হিন্দু ধর্মালম্বীদের মহালয়া উদযাপন
নিজস্ব প্রতিবেদক
যথাযথ ধর্মীয় মর্যাদায় রাজশাহীতে মহালয়া উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর মন্নুজান স্কুলের সামনে পদ্মার পাড়ে হিন্দু ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজার এ মহালয়া পালন করেন।
জেলা পূজা উদযাপন পরিষদ মহালয়া অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মহালয়া অনুষ্ঠানের শুভ সূচনা হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা ছিল অনুষ্ঠানে।
প্রসঙ্গত, মহালয়ার দিন দেবী দুর্গা দেবলোক থেকে মর্তলোকে আসে। প্রত্যেক বছর দুর্গাপূজার ছয়দিন আগে এই মহালয়া অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এ বছর বিশেষ তিথির কারণে এটি পূজার প্রায় এক মাসে আগে অনুষ্ঠিত হয়েছে।