করোনা চিকিৎসায় অকার্যকর কেভজারা, ট্রায়াল বাদ দিচ্ছে সানোফি
অনলাইন ডেস্ক
মার্কিন ও ব্রিটিশ কোম্পানির সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে বিখ্যাত ফরাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সানোফি। সেই সাথে করোনার ওষুধ কেভজারার পরীক্ষা চালাচ্ছিল কম্পানিটি। এরই মধ্যে বাতজ্বরের ওষুধ কেভজারা করোনা চিকিৎসায় অকার্যযকর প্রমাণিত হয়েছে।
সানোফি মঙ্গলবার বলেছে যে গুরুতর কভিড রোগীদের ফেজ-৩ রোগীদের ক্লিনিকাল ট্রায়ালগুলি অসম্পূর্ণ প্রমাণিত হওয়ায় আপাতত ট্রায়ালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। ফেজ-৩ বলতে ট্রায়ালের আগে শেষ পরীক্ষা বোঝানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপ এর আগে শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্রের রিজেনেরন বলছে, কেভজারার আরো ক্লিনিক্যাল ট্রায়ালের পরিকল্পনা করছিলেন তারা।
সানোফির প্রধান গবেষক বলেন, আমাদের প্রত্যাশা মাফিক ফলাফল পায় নি, তবুও আমরা আমাদের দলের করা কাজ নিয়ে গর্বিত।
সানোফি ফার্মাসিউটিক্যাল কম্পানি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে বিশ্বের প্রথম পাঁচ ড্রাগ ও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার মধ্যে নাম চলে আসে সানোফির। সূত্র: ফ্রান্সটোয়েন্টিফোর ডটকম