এবার কনুইয়ের গুঁতোয় খুলবে বিমানের টয়লেটের দরজা
অনলাইন ডেস্ক
যাত্রাপথে ‘প্রকৃতির ডাকে’ সাড়া দেওয়াটা বেশ অস্বস্তিকর বটে। লঞ্চ-ফেরি কিংবা ট্রেনে, বিমানে টয়লেট সুবিধা থাকলেও তা ব্যবহার করায় অস্বস্তি কিছুটা কম হয় না। মহামারি করোনাভাইরাসের এই সময়ে সেই অস্বস্তির সঙ্গে যোগ হয়েছে আতংক।
টয়লেটের দরজা খুলতে গিয়ে হাতে আবার ভাইরাস লেগে যাবে না তো! বিষয়টি চিন্তা করেই অভিনব পথ বেছে নিয়েছে জাপানের একটি এয়ারলাইন্স। বিমানের ভেতরে তারা এমন টয়লেটের ব্যবস্থা করেছে, যার দরজা খুলতে বা লাগাতে হাত লাগাতে হবে না, কনুইয়ের গুঁতোই যথেষ্ঠ। খবর বিবিসি
বিমানের টয়লেটের দরজায় সাধারনত নব বা হুরকো থাকে, যা ধরে বা টেনে দরজা খোলা ও বন্ধ করতে হয়। দরজার ওই হাতল থেকে হাতে করোনার জীবানু লেগে নাক দিয়ে ঢুকে দেহে সংক্রমণ ঘটাতে পারে- এমন আশংকা থেকেই যায়। এমন সংক্রমণের হাত থেকেই যাত্রীদের বাঁচাতে উদ্যোগী হয়েছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)। এয়ারলাইন্সটি তাদের বিমানের টয়লেটে বসিয়েছে জীবাণুপ্রতিরোধী ‘এলবো ডোর নব’। টয়লেটের দরজায় লাগানো এই ডোর-নব কনুই দিয়ে ঠেলে বা গুঁতো দিয়ে খোলাও যাবে, আবার লাগানোও যাবে।
এএনএ’র এক মুখপাত্র জানিয়েছেন, শুধু তাই নয়, বিমানের টয়লেটের ভেতরে পানির ট্যাপও লাগানো হয়েছে সেন্সরযুক্ত। হাত দিয়ে স্পর্শ্ করার দরকার হবে না। বিমান সংস্থাটির ইঞ্জিনিয়ারিং কোম্পানি হায়েকো আমেরিকাস জানিয়েছে, করোনার সংক্রমণের কথা মাথায় রেখে বিমানের টয়লেটে ভবিষ্যতে স্পর্শমুক্ত (টাচ ফ্রি) দরজা উদ্ভাবনের চেষ্টা করছে তারা। সূত্র: বিবিসি