মোহনপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আয়েন
পবা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তি পাওয়া ৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেশরহাটে কেএসএন কফি হাউজে সংবর্ধনার আয়োজন করেন কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক মোহসিন, ব্যবসায়ী মাহমুদুল হাসান, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কাউন্সিল মোবারক হোসেন টাইগার প্রমুখ।
কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম শাহেদুজ্জামান মুক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউসার মাহমুদ।