নওগাঁয় পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৬৭
নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় ক্রমেই করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় আরও ৬৭ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন একজন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫১ জনে। এ পর্যন্ত মোট মারা গেছেন ছয়জন। নতুন আক্রান্তদের মধ্যে তিনজন পুলিশ, দুইজন নার্স, দুইজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং একজন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন জেলায় বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সদর উপজেলায় ২৬ জন, রানীনগর উপজেলায় একজন, আত্রাই উপজেলায় তিনজন, মহাদেবপুর উপজেলায় নয়জন, বদলগাািছ উপজেলায় আটজন, পত্নীতলা উপজেলায় দুইজন, ধামইরহাট উপজেলায় দুইজন এবং পোরশা উপজেলায় ১৬ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২৪২ জনকে। এই সময়ে হোম কোয়রেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬০১ জন। জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন নয়জন আর মোট সুস্থ হয়েছেন ২১৪ জন।