চারঘাটে ইজারাপ্রাপ্ত মালিককে বালুমহাল বুঝিয়ে দিলেন ইউএনও

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় ইজারাপ্রাপ্ত বালুমহালের ইজারাদারকে বালুঘাটের সীমানা বুঝিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা।

জেলা প্রশাসকের নিদের্শে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চারঘাট বালুমহালে গিয়ে ইজারাদার আকতারুজ্জামান রনিকে বালু উত্তোলনের সীমানা নর্ধিারণ করে দনে। এসময় তিনি নর্ধিারতি সীমানার বাইরে বালু উত্তোলন না করতে নির্দেশ দেন।

ইজারাদারকে বালু উত্তোলনের সীমানায় লাল পতাকা এবং বাঁশের খুঁটি দিয়ে সীমানা বুঝিয়ে দেন ইউএনও সৈয়দা সামিরা।

এসময় আরো উপস্থিত ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার আনোয়ার হোসেন লিটন, চারঘাট মডেল থানার এসআই অপূর্ব কুমার ঘোষ ও উপজেলা প্রকৌশল অফিসের কার্যসহকারী ফারুক হোসেন।

উল্লখ্যে, চলতি বাংলা ১৪২৭ সনের জন্য ২২ লক্ষ ৫৫ হাজার টাকায় চারঘাট বালুমহাল ইজারা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.