করোনায় থেমে নেই রেলের তেল চুরি

পাবনা প্রতিনিধি

করোনাভাইরাসের দুর্যোগেও রেলওয়ের তেল চুরি থেমে নেই। ট্রেন চলাচল বন্ধ থাকলেও শনিবার দুপুরে ঈশ্বরদীতে রেলওয়ের জ্বালানি তেল বিক্রির সময় রোকন উদ্দিন নামের একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

শহরের স্টেশন রোডের ফকিরের বটতলায় একটি দোকানে তেল বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিইএন-২ অফিসের একটি গ্যাংকার চালানোর জন্য ঈশ্বরদী লেকোসেড থেকে চার ড্রাম ডিজেল আনা হয়। কিন্তু সেই তেল অফিসে না নিয়ে রাস্তার পাশের একটি তেলের দোকানে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে রোকনউদ্দিনকে গ্রেফতার ও ৬৪৪ লিটার তেল উদ্ধার করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.