কন্ট্যাজিয়ন মুভির কারণে করোনা নিয়ে অবাক হননি ম্যাট ড্যামন
অগ্নিবাণী ডেস্ক
কন্ট্যাজিয়ন ছবিতে কাজ করতে গিয়েই করোনাভাইরাসের মতো মহামারীর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন ম্যাট ড্যামন। ২০১১ সালে ছবিটিতে অভিনয় করেন এ হলিউড তারকা।
সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে আলাপ করতে গিয়ে এমনটা জানিয়েছেন ম্যাট। কভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকেই দুনিয়াজুড়ে কন্ট্যাজিয়ন ছবিটি আলোচনার ঝড় তোলে। কারণে এ ছবির গল্প যেন মানুষকে বর্তমান পরিস্থিতিকে দেখিয়ে দিয়েছে। ছবিতে দেখানো রোগের ধরন ও পরিস্থিতি সবই যেন আজকের সময়ের সঙ্গে মিলে যায়।

কন্ট্যাজিয়ন ছবির ভাইরাসটি ছড়িয়ে পড়ে কফ, বস্তুর পৃষ্ঠতল, স্পর্শ, কাশির মাধ্যমে, আজকের দিনে করোনাভাইরাসও একইভাবে ছড়াচ্ছে। সম্প্রতি ম্যাট ড্যামনের কন্যা অ্যালেক্সিয়া নিউইয়র্কে কভিড-১৯ পজিটিভ হয়েছেন। অন্যদিকে ম্যাট পরিবারের অন্য সদস্যদের
সঙ্গে আয়ারল্যান্ডে কোয়ারেন্টিনে আছেন।
তিনি জানিয়েছেন তার মেয়ে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে।
গিনেথ প্যালট্রো কয়েক দিন আগে বলেছিলেন, কন্ট্যাজিয়নে কাজ করার কারণে তিনি করোনাভাইরাসের গতি-প্রকৃতি খুব ভালো বুঝতে পারছেন। ছবিতে গিনেথ ভাইরাসে আক্রান্ত হন এক শেফের সঙ্গে হাত মেলানোর মাধ্যমে। সেই শেফ আবার আক্রান্ত হয়েছিলেন একটি শূকরের মাধ্যমে, যেটি সংক্রমিত হয়েছিল বাদুড়ের মাধ্যমে। অন্যদিকে করোনাভাইরাসও চীনের উহানের একটি পশু বিক্রির বাজার থেকেই ছড়িয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: পিংকভিলা