পুঠিয়ায় জেলা ছাত্রলীগ সভাপতির বিনামূল্যে সবজি বিতরণ

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মানবিক সহায়তা ও সবজি চাষিদের লোকসান কমাতে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমানের পক্ষ থেকে পুঠিয়ায় ৫০০ জন কর্মহীন ও নিন্ম আয়ের মানুষদের মাঝে বিনা মূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) এই কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া উপজেলা ছাত্রলীগের অফিসের সামনে অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়।

সবজি বিতরণকালে সভাপতি বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে পরোক্ষভাবে যেমন কৃষকরা লাভবান হবেন। তেমনি কাঁচাবাজারে প্রতিদিনের যে ভীড় সেটাও কমবে।’

এছাড়াও তিনি বলেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগণের মাঝে চাল-ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও যেহেতু সবজি দেওয়া হচ্ছে না। তাই আমি কৃষকদের কাছ থেকে সবজি কিনে অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’

বিনা মূল্যের সবজি বাজারে মধ্যে ছিল আলু, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ, পুঁই শাকসহ নানান পদের সবজি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস আর মিঠুসহ ছাত্রলীগের সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.