রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সহায়তা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাজশাহী জেলার উদ্যোগে আজ (১৭ এপ্রিল) শুক্রবার বাগমারা উপজেলার দুইটি ইউনিয়নে ৪০০ কর্মহীন  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ বাগমারার সকাল ৯ টায় বাসুপাড়া চিকাবাড়ী মোড়ে অবস্থিত স্থানীয় একটি মাদ্রাসায় ২০০ পরিবারকে এবং পরবর্তীতে বেলা ১২ টায় কাচারী কোয়ালিপাড়ার মোহনপুর গ্রামের একটি মাদ্রাসার মাঠে আরো ২০০ টি হতদরিদ্রের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন।

এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জিল্লুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকদের যুদ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদেক মনিরুজ্জামান মনির,ছাত্রনেতা অর্নব,মাহফুয প্রমুখ।

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সহায়তা

খাদ্য সামগ্রী বিতরন কালীন সময় ওয়ালিউজ্জামান পরাগ সকলের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের সালাম পৌছে দেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন,সাথে সাথে ঘাতক করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার সৃষ্ঠাচার মেনে চলে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন এবং অতীব প্রয়োজনে বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য উতসাহিত করেন।

এখানে উল্লেখ্য ওয়ালিউজ্জামান পরাগের নেতৃত্বে বিগত ২৫ মার্চ হতে আজ পর্যন্ত মধ্যবিত্ত্ব ও নিম্ন মধ্য বিত্ত্ব ব্যক্তিদের মধ্যে যারা লাইনে দাড়িয়ে সহায়তা নিতে চান না তাদের একটি লিস্ট করে গোপনে তাদের বাসায় খাদ্য সহায়তা প্রদান করে আসছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকদল। যতদিন করোনার কারনে লক ডাউন পরিসস্থিতি চলমান থাকবে জেলা স্বেচ্ছাসেবকদল ততোদিন তাদের সাধ্য মতো এই খাদ্য সহায়তা অব্যাহত রাখবেন বলে জানান এই স্বেচ্ছাসেবক নেতা।

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.