নওগাঁর বদলগাছীতে করোনা ঠেকাতে হাট স্থানান্তর
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকানোর উদ্যোগ হিসেবে সদরে অবস্থিত হাট-বাজার স্থানান্তর করে তা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা.আবু তাহির।
সূত্র জানায়, স্থানীয় প্রশাসন ষ্টেডিয়াম পরিদর্শন করে এই গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করে। সপ্তাহে শনিবার ও বুধবার উপজেলা সদরে পাইলট স্কুল মাটে হাট-বাজার বসত। প্রচুর জনসমাগম হওয়ার তাতে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রয়ে যায়। তাই তা সরিয়ে নিয়ে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা.আবু তাহির জানান ,উপজেলাবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদ রাখার স্বার্থে এই হাট-বাজার স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। শনবিার ও বুধবার হাট চলবে সকাল থেকে বিকেল ২টা বা ৩টা পর্যন্ত।
তিনি আরো বলেন, আগামী শনবিার (১৮এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আর স্টেডিয়ামে বড় জায়গা হওয়ায় তাতে সরকারি বিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বাজার সম্ভব চালানো সম্ভব হবে। এতে করোনা সংক্রমণের ঝুঁকিও থাকবে না।