রাজশাহীতে পুলিশের জ্যাকেট পড়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে পুলিশের জ্যাকেট পড়ে ছিনতাইকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জেলা পুলিশের নীল রং-এর জ্যাকেট ও পাঁচটি মোবাইল।
শুক্রবার গভীর রাতে মহানগর পুলিশের কাটাখালি থানার সুচারণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- সুচারণ এলাকার মতিন আলীর ছেলে রুহুল আমিন (২০), সুকবেল আলীর ছেলে নিলয় (২০), জামাল আলীর ছেলে সাগর (২২) ও রুপসিডাঙ্গার জামাল আলীর ছেলে শ্রবন (২০)।
কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান জানান, শুক্রবার সুচারণ এলাকায় রাব্বেল নামের এক যুবকের বেড়াতে যায়। রাতে তার মোবাইল ফোন ছিনতাই হয়। জেলা পুলিশের জ্যাকেট পড়ে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে তিন যুবক রাব্বেলের মোবাইল কেড়ে নেয়। এ সময় রাব্বেলের সঙ্গে রুহুল নামের এক যুবক ছিল।
ওসি বলেন, মোবাইল ছিনতাইকালে রুহুল ছিনতাইকারিদের তুই সম্যধন করে রাব্বেলকে মারধর না করতে হবে। এতে রাব্বেলের সন্দেহ হয়। পরে রাব্বেল বিষয়টি কাটাখালি থানায় জানালে শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে রুহুলকে আটক করে। এর পর তার স্বীকারোক্তি অনুযায়ী নিলয়, সাগর ও শ্রাবনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি।