রাজশাহীতে ৫৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার এক
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার মো. নাদিম নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত মো. নাদিম নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশরী এলাকার বাসিন্দা মোঃ আঃ মান্নানের পুত্র।
আরএমপি পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহীর আরএমপি গোয়েন্দা শাখার এসআই মো. মিজানুর রহমান সরকার ও তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজশাহী মহানগর এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করা কালীন সময়ে গোপন সংবাদ পেয়ে গত ০৯ ডিসেম্বর রাত ৮টার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন হাড়ুপুর বাগানপাড়া বালুর ঘাটের দক্ষিণ/পূর্ব কোনায় সাদেক হাজীর আমবাগান থেকে মো. নাদিম (২০) ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।