হারানো বিজ্ঞপ্তি
আমি মোঃ হাসান আলী, পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- দোডাঙ্গী, থানা- মান্দা, জেলা- নওগা। গত ১৫/১০/২০১৯ ইং তারিখে সকাল আনুমানিক ১১.৫০ টার সময় যমুনা ব্যাংক লিমিটেড, দেলুয়াবাড়ি শাখা, মান্দা, নওগাতে যাওয়ার পথে আমার যমুনা ব্যাংকের চলতি হিসাব নং- – ১০৬-০৩১০০১৪৪০২ এর ১০টি চেকের পাতা, রিকুইজিশন স্লিপসহ মূল বহি (২টি স্বাক্ষরিত পাতা) যার পাতা নং ৯৮৫৩৫২১- ৯৮৫৩৫৩০ যা কোথাও পড়ে হারিয়ে গেছে বলে ধারণা করছি। মান্দার দেলুয়াবাড়ি যমুনা ব্যাংক শাখার পথ ও নিজ বাড়িতে সেই হারানো চেকের পাতা ও রিকুইজিশন স্লিপ অনেক খোজাখুজি করেও পায়নি।
উল্লেখ্য যে, হারানো চেকের পাতা ও রিকুইজিশন স্লিপের বিষয়ে মান্দা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে, যার ডায়েরী নং- ৭৫৭.
যদি কোনো সুহৃদয় ব্যক্তি আমার উক্ত হারানো জিনিস গুলো পেয়ে থাকেন, সেক্ষেত্রে মান্দা থানায় অথবা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে ফেরত দিয়ে সহযোগিতা করতে পারেন।
হাসান আলী, দোডাঙ্গী, মান্দা, নওগা
মোবাইল নাম্বার- ০১৭৭৯ ৭৫১৮৪৩
অগ্নিবাণী/বি/নওগা/২২নভে/২০১৯