রাজশাহীতে সরকারি খাদ্য অধিদফতরের ১,৩৫৬ বস্তা চাল জব্দ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকার মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে সরকারি খাদ্য অধিদফতরের ১,৩৫৬ বস্তা চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় চালগুলো জব্দ করে দুদকের রাজশাহী টিম।

অভিযানের পর দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক তিনজন। তারা হলেন- হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলী। তবে অভিযানের সময় তাদের কেউই ছিলেন না।

রাজশাহীতে সরকারি খাদ্য অধিদফতরের ১,৩৫৬ বস্তা চাল জব্দ
রাজশাহীতে সরকারি খাদ্য অধিদফতরের ১,৩৫৬ বস্তা চাল জব্দ

দুদক কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল জব্দ করা হয়। পরে চালগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, এগুলো কালোবাজার থেকে কেনা। এরপর চালগুলো জব্দ করা হয়।

সরকারি খাদ্য অধিদপ্তরের চালগুলো কার কাছ থেকে কেনা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুজে বের করা হবে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান এই দুদক কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Pin on Pinterest
Pinterest

Leave a Reply

Your email address will not be published.