রাজশাহীর বর্ণালীর মোড়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যায় এক যুবক। ঘটনাটি আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার সময় বর্নালী মোড় রেল ক্রসিং এর সামনে ঘটে। এসময় রাজশাহী টু চাঁপাই নবাবগঞ্জগামী লোকাল ট্রেনের ছাদ থেকে ট্রেনের নিচে পতিত হওয়ায় প্রাণ যায় যুবকের।
ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকটির।
খোঁজ নিয়ে জানা যায়, মৃত যুবকটি রাজশাহী নগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া নিবাসী মোঃ লালচান মিয়ার ছেলে আশিক (১৮)।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ নাফিজ ইসলাম জানান, ২ জন যুবক ট্রেনের ছাদের উপর ছিলো। তার মধ্যে একজন বর্ণালীর মোড়ে রেলক্রসিং এলাকায় থানা রেল লাইনের উপর দিয়ে যাওয়া কারেন্ট ও ডিস লাইনের তারের সাথে বেধে ট্রেন থেকে ছিটকে পড়ে যায়। ঝুলন্ত তারে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ট্রেন থেকে আশিক নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রেনের চাকায় কাটা পড়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। অপরজন কোনো রকম বেঁচে যায় ও ট্রেনেই থেকে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে জিআরপি থানায় ০২/০৫/১৯ ইং তারিখেই একটি মামলা রুজু হয়, যাহার ইউ ডি মামলা নং-০৫/১৯।
লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।