অপরাধচট্টগ্রাম

৩ কোটি টাকার মাদকসহ মাদক মাফিয়া ইউনুস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ‍টেকনাফ

কক্সবাজার টেকনাফে তিন কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. ইউনুস (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছেন টেকনাফে ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা।

মো. ইউনুস টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার কুলা মিয়ার ছেলে।

বুধবার দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে মেহেদীর মাছের ঘের নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবরে টহল দল অবস্থান নেয়।

তিন ব্যক্তি ১টি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে পলিথিন ব্যাগসহ ১ চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। অপর ২ জন পালিয়ে যায়। ওই পলিথিনের ব্যাগের ভিতর থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানান তিনি।

অগ্নিবাণী/এফএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *