রাসিকের সৌন্দর্যবর্ধনকারী গাছ কাটার ঘটনায় গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহাগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বিভাজকের ১২৫ টি সৌন্দর্যবর্ধনকারী গাছ কেটে সৌন্দর্যহানি করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতাধীন কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত আসামি নাম মো. নাইম ইসলাম (২৪)। নাইম নগরীর কাশিয়াডাঙ্গা থানার হলদারপাড়ার মো. নসিমুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ২৫ অক্টোবর বেলা সোয়া ১২ টায় অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বিভাজকের সৌন্দর্যবর্ধন গাছ কেটে ফেলে এবং কিছু গাছ চুরি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে তাদের গাছ কাটতে নিষেধ করলে তারা উল্টো মারার হুমকি দেয়। এ ঘটনায় তারা প্রায় আড়াই লক্ষ টাকার সৌন্দর্যবর্ধনকারী সড়ক বিভাজকের গাছের ক্ষতিসাধন করে।
পরে রাসিকের পরিবেশ উন্নয়ন সহকারী সৈয়দ মাহমুদ-উল-ইসলাম থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগেরে পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আল মামুনের নির্দেশনা আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করি।
ওই দিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে এক আসামির খবর পায় এবং তথ্যানুসারে অভিযান পরিচালনা করে সায়েরগাছা মোড় থেকে আসামি মো. নাইম ইসলামকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি গাছ কাটার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে থাকা সহযোগিদের তথ্য দেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।