রাজশাহীতে শিশু অপহরণ মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে শিশু অপহরণ মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চারঘাটের গোপিনপুর এলাকার কামরুল ইসলামের ছেলে মিজানুর রহমান এবং একই উপজেলার তাতারপুর মণ্ডলপাড়া এলাকার মকবুলের ছেলে রাজীবুল ইসলাম ওরফে রাজীব।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মিজানুর রহমান এবং রাজীবুল ইসলাম ওরফে রাজীবকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আইনজীবী নাসরিন আক্তার মিতা আরও জানান, আসামিদের হাজতবাস (যদি থাকে) তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। এছাড়া এ মামলায় সিরাজুল ইসলাম নামের একজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
অগ্নিবাণী/এফএ