রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকার সমাবেশে নেতাকর্মীদের যোগ দেওয়া ঠেকাতেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি, গ্রেফতারসহ হয়রানি করছে।
তবে পুলিশের ভাষ্য, দেশে নাশকতা কিংবা বিশৃংখল পরিবেশ সৃষ্টিকারীদের পরিকল্পনা পন্ড করতেই পুলিশ তার নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এসব অভিযানে তারা গ্রেফতার হয়েছে।
রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু জানিয়েছেন, বুধবার রাতে পুলিশ নগরীর ৬টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, ৬নং ওয়ার্ডের মকছুকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সবুজ ও হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলকে গ্রেফতার করেছে।
তারা বলেন, গ্রেফতারের মাধ্যমে পুলিশ ঢাকার সমাবেশে নেতাকর্মীদের ঢল আটকাতে পারবে না। আমরা সব জুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করব এবং এই সরকারের পতন ঘটাব ইনশাআল্লাহ।
এছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়েছে বলে জেলার নেতারা দাবি করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, স্বাভাবিক দিনের মতো পুলিশ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেছে।
বুধবার এ কার্যক্রমে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অগ্নিবাণী/এফএ