আন্তর্জাতিক

মিশরের সীমান্তে হামলার পর দুঃখ প্রকাশ করল ইসরাইল

অগ্নিবাণী ডেস্ক

অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর হামলার জবাবে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। তবে এবার মিশরীয় সীমান্তে ‘ভুলবশত’ হামলা করে বসেছে ইসরাইলি সেনাবাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মিশরীয় সীমান্তে ইসরাইলের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন— মিশরের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যও। ইসরাইলি বাহিনীর দাবি, রোববার দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে গাজা উপত্যকার সীমান্তের কাছে মিশরীয় অবস্থানে আঘাত হানে তাদের ট্যাংক।

ইসরাইলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তবে এ নিয়ে বিস্তারিত জানাননি তারা।

আলজাজিরা জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিশরীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র। তবে কতজন আহত হয়েছেন তা স্পষ্ট করেননি তিনি।

অগ্নিবাণী/এফএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *