বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আ. লীগ
অগ্নিবাণী ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই। আগামী ২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, অনুমতি দেওয়ার মালিক পুলিশ। আমরাও অনুমতি চেয়ে নিয়েছি। অনুমতি দেওয়ার মালিক যারা তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে, এটা তো আমাদের আওতার মধ্যে পড়ে না।
তিনি বলেন, ২৮ অক্টোবর আমরা শান্তি সমাবেশ করবো। তবে আন্দোলন সামনে রেখে বিএনপি আক্রমণ করতে এলে চুপচাপ বসে থাকবো না। শান্তির সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পালটা হামলা করবে।
আমরা একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। এত কথার তো দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দ্য আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স’।
অগ্নিবাণী/এফএ