গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ
অগ্নিবাণী ডেস্ক
ময়মনসিংহের গৌরীপুরে রোববার নিরাপদ সড়কের দাবিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু আমরা সচেতন নই। গাড়ি চালানো হচ্ছে বেপরোয়া, নিজের জীবন রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেলিম, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের প্রভাষক সমিত্র শেখর চমন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেন সহ প্রমুখ।